class="post-template-default single single-post postid-6968 single-format-standard" >

নান্দাইলে তিন শিশুর রহস্যজনক নিখোঁজ- শেয়ার করে সন্ধানে সহযোগিতা করুন

 

এইচ এম সাইফুল্লাহ্ঃ ময়মনসিংহের নান্দাইলে তিন শিশুর রহস্যজনক নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই (নাদিম উদ্দীন মাস্টারের বাড়ী) এ ঘটনা ঘটে। 

 

নিখোঁজ শিশুদের চাচাত ভাই রাসেল জানায় সোমবার সন্ধ্যায় পড়তে বসার জন্য সাইম (১১) কে চাপ দিলে দৌড়ে পলাশ়ন করে। পরে তার সাথে স্বপন(৯) ও আরমান(১৩) একই সাথে দৌড়ে পলায়ন করলে পরে তাদের আজ খুজ পাওয়া যাচ্ছে না । নিখোঁজের একরাত পার হলেও তাদের সমস্ত আত্বীয় স্বজনের বাড়ী খোজা-খোজি করলেও তাদের সন্ধান মিলছে না বলে রাসেল জানায়। এ অবস্থায় দেশবাসীর সহযোগিতা কামনা করেন তাদের অভিভাবকগণ।

 

নিখোঁজ হওয়া তিন জন হলোঃ 

স্বপন(১১),পিতা- আঃ খালেক।

আরমান (১৩) পিতা- সোহরাব হোসেন।

সাইম (১২) পিতা- মাহতাব উদ্দীন।

তারা সবাই স্থানীয় মির্ধাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

 

সন্ধান পেলে নিন্মের মোবাইল নাম্বারে ফোন করার অনুরুদ করা হলোঃ 

০১৯৬৪৬২৬১৫৭ (রাসেল)

০১৯০৬৫৭২৮০৫ (মামুন)

০১৭৪৬৬৫২৬৮১ (সাইফুল্লাহ্)

Facebook Comments


« (Previous News)Related News